মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়া নামক স্থানে বাঁশ বোঝাই ট্রলি উল্টে জনি নামে ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার বেলা ১০ টা ৪৫ মিনিটে এই এই দূর্ঘটনাটি ঘটে । নিহত জনি পিপরুল ইউনিয়নের সেনভাগ গ্রামের ডলারের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে – বাঁশ বোঝাই ট্রলিতে ড্রাইভারের বাম পাশে বসে ছিল নিহত জনি। বেহাল দশা ও খানাখন্দকে ভরপুর রাস্তায় বাঁশ বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে আকষ্মিকভাবে উল্টে গেলে ঘটানস্থলেই মৃত্যু হয় জনির । নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত