হোম » প্রধান সংবাদ » নাটোরের বাগাতিপাড়ায়  কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায়  কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষকের লাশ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমরাই সরকারপাড়া এলাকার বাড়ির পাশে একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় । মৃত কলেজ শিক্ষক মহররম হোসেন-৫০ উপজেলার ডুমরাই সরকারপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি সিরাজগঞ্জের শাহাজাদপুরের ঠুটিয়া স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহররম হোসেন ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন এবং নিরিবিলি ও নিঃসঙ্গ থাকতে পছন্দ করতেন। বৃহস্পতিবার সকালে গাছে মহররমের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক জানান, ডিপ্রেশনের কারনে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Loading

error: Content is protected !!