মিজানুর রহমান, হাতীবান্ধা-পাটগ্রাম প্রতিনিধিঃ- লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফজলু (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় নবিজার রহমান (৪০) নামে অপর এক কৃষক আহত হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে বিদ্যুৎতের ১১ কেভির তার ছিড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু ওই এলাকার মৃত ফজলের ছেলে ও আহত মফিজার রহমান একই এলাকার দেবারুর পুত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জমিতে ধানের চারা রোপন করার সময় ১১ কেভি লাইনের তার ছিড়ে পরলে ফজলু ঘটনাস্থলেই মারা যায় ও নবিজার গুরুতর আহত হয়। এ সময় হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়।হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরল আমিন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডোমারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা নিয়ে বিপাকে জনসাধারণ
পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন