হোম » প্রধান সংবাদ » শেরপুরে যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেরপুরে যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেরপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (০৬ জুলাই) সকালে শহরের গোপালবাড়ী বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলা যুব মহিলা লীগ।

২০০২ সালের ৬ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার জননী ও জননেত্রী শেখ হাসিনা এক অনারম্বর অনুষ্ঠানে বাংলাদেশ যুব মহিলা লীগ নামে নতুন একটি সংগঠন তৈরী করেন। প্রতিষ্ঠার পর হতে বাংলাদেশ যুব মহিলা লীগ প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক অধ্যাপিকা অপু উকিল দিদির নেতৃত্বে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করে এবং অধ্যাপিকা অপু উকিল দিদি তার সাংগঠনিক দক্ষতা দিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশ যুব মহিলা লীগ কে আওয়াামী লীগের অন্যান্য সংগঠনের মধ্যে সারা বাংলাদেশে একটি বৃহত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। করোনা ভাইরাসের করনে সীমিত পরিসরে পালন করা হয়।
শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখা
অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি
আহবায়ক ও অ্যাডভোকেট ফাতেমাতুজ্জোহরা শ্যামলী
যুগ্ম আহবায়ক
বাংলাদেশ যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখা।

Loading

error: Content is protected !!