হোম » প্রধান সংবাদ » ভালুকায় মুজিববর্ষকে গভীর শ্রদ্ধায় পালনে বৃক্ষ রোপন সহ বঙ্গবন্ধুর আন্ত জীবনী বই বিতরণ।

ভালুকায় মুজিববর্ষকে গভীর শ্রদ্ধায় পালনে বৃক্ষ রোপন সহ বঙ্গবন্ধুর আন্ত জীবনী বই বিতরণ।

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ভালুকায় গভীর শ্রদ্ধায় পালনে বৃক্ষ রোপন, ত্রাণ বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে জেলা আওয়ামী লীগ নেতা,এম. এ.ওয়াহেদ এর পক্ষ থেকে মুজিববর্ষ পালন এবং শিক্ষার্থীদের পুরুষ্কার হিসাবে বঙ্গবন্ধুর আন্ত জীবনী নিয়ে লেখা “জাগো বাঙ্গালী” বইটি বিতরণ করা হয়েছে।

এবং করোনা মহামারি সচেতনে নানা মূখি কর্যক্রম অব্যাহত রাখছেন তিনি।ভালুকা উপজেলার ডাকাতিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগি,দানবীর ও জেলা আওয়ামী লীগ নেতা,এম.এ.ওয়াহেদ এর পক্ষ থেকে মার্চ হইতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুজিববর্ষকে গভীর শ্রদ্ধায় নেতাকর্মীদের দিয়ে পালন করে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় আলহাজ্ব এম.এ.ওয়াহেদ এর পক্ষ থেকে ডাকাতিয়া কালিজুরি এবতেদায়ী মাদ্রাসায় মুজিববর্ষ উপলক্ষে সারা দিনব্যাপি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন খেলা-ধুলা অনুষ্ঠিত হয়েছে।পরে সন্ধার দিকে পুরুষ্কার বিজয়ী শিক্ষার্থীদের এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সকল সদস্য কে একটি করে বই উপহার দেওয়া হয়েছে।বইটির নাম বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা জাগো বাঙ্গালী।

 

উক্ত অনুষ্ঠান সম্পূর্ণ করার পর রাতে জেলা আওয়ামী লীগ নেতা,এম.এ. ওয়াহেদ এর পক্ষ থেকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এবং করোনা থেকে মুক্তি পাবার জন্যও দোয়া মোনাজাত করা হয়।দোআ শেষে পাঁচ শতাদিক নারী ও পুরুষ কে দুধ দিয়ে তবারক রান্না করে খাওয়ানো হয়।উক্ত অনুষ্ঠানে ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের সহকারি প্রভাষক মোঃ আতাউর রহমান কামাল,

 

ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক,মো: নূরে আলম জিকু সিদ্দিকী,ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি,আসাদউজ্জামান খান দুদু,ডাকাতিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মিনহাজ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সার্ভিক তত্বাবাধায়ন করেন ডাকাতিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি মোঃ শাহ আলম সরকার সহ নেতৃবৃন্দ।

Loading

error: Content is protected !!