আওয়াজ অনলাইনঃ ক্যান্সারে জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সঙ্গীত জগতে এন্ড্রু কিশোর এক অবিস্মরণীয় নাম।
বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোক বাণীতে বলেন, বাংলাদেশের সঙ্গীত জগতে এন্ড্রু কিশোর এক অবিস্মরণীয় নাম। প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর বহু কালজয়ী সঙ্গীতের গায়ক হিসেবে চলচ্চিত্রের দর্শক এবং অগণিত শ্রোতার মন জয় করে নিয়েছিলেন।
নেতারা এন্ড্রু কিশোরের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল