কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে করোনাভাইরাস কালিন সময়ে তরুন সমাজ সেবক রাকিব আকন্দের হস্তক্ষেপে জনদুর্ভোগ লাঘব হচ্ছে। জানা গেছে, উপজেলার ঐ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের কাঁচা রাস্তা গুলো অতি বৃষ্টি হওয়ার কারনে কাদায় পরিনত হয়ে এলাকার মানুষের পথ চলা কষ্ট হচ্ছে । আর এতে করে রাস্তাগুলো পথচারির চলাচলের অযোগ্য হয়ে পরে।
ফলে তারা চরম দুর্ভোগর স্বীকার হয়। গত সোমবার বিকেলে ইউনিয়নে ৪ নং ওয়ার্ড আব্দুল বাহাপুর গ্রামের আমুর
বাড়ীর নিকট তরুন সমাজ সেবক রাকিব আকন্দ নিজ ইট ভাটা হতে ইট নিজ গাড়ীতে বহন করে হাজির হয়ে কাদাযুক্ত রাস্তায় ইট ও রাবিশ ফেলে ওই এলাকার মানুষের পথ চলাচলের দুর্ভোগ লাঘব করে বলে জানিয়েছেন এলাকার রফিজ উদ্দিন, সালাম মোকছেদ, সোবহান, জাহাঙ্গীর হোসেন।
অপর দিকে একই দিনে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হুদাবালা গ্রামের রাস্তার সংস্কার কাজে অংশ গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সোহাগ, আল- আমিন, হুদাবালা গ্রামের জহুরুল ইসলাম, জাহিদুল আরিফ, মাহবুবুর কোব্বাত, আলমগীর, দিরি প্রামাণিক, প্রম‚খ।
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল