হোম » প্রধান সংবাদ » রৌমারীতে বিজিপির অভিযানে ৫৫৩ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট আটক

রৌমারীতে বিজিপির অভিযানে ৫৫৩ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ভারতীয় ৫৫৩ পিছ ইয়াবাসহ আজাদুল ইসলাম (৩০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে বিজিবি। সোমবার (৬ জুলাই) সকালের দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী হতে ঢাকাগামী রিফাত পরিবহনে অভিযান চালিয়ে ৫৫৩ পিছ ভারতীয় ইয়াবা, ১টি মোবাইল ফোন ও বাংলাদেশি ৭৭০ টাকাসহ তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তি হলেন রৌমারী উপজেলার চরহিজলামারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘারচর বিজিবি ক্যাম্প হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহলদল বাঘারচর বিওপি সংলগ্ন পাকা রাস্তায় রিফাত পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটক ব্যক্তির কাছ থেকে ৫৫৩ পিছ ইয়াবা, ১টি মোবাইল ফোন ও বাংলাদেশি ৭৭০ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দিয়ে জামালপুর দেওয়ানগঞ্জ থানায়সোপর্দ করা হয়েছে।

Loading

error: Content is protected !!