হোম » প্রধান সংবাদ » গাইবান্ধায় নাবালিকা মেয়েকে ধর্মীয় রীতিতে বিয়ে করার অপরাধে তিন সন্তানের জনক এক প্রধান শিক্ষকের ১ লক্ষ টাকা জরিমানা

গাইবান্ধায় নাবালিকা মেয়েকে ধর্মীয় রীতিতে বিয়ে করার অপরাধে তিন সন্তানের জনক এক প্রধান শিক্ষকের ১ লক্ষ টাকা জরিমানা

শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিন সন্তানের জনক এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নাবালিকা মেয়েকে ধর্মীয় রীতিতে বিয়ে করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। গরীব পরিবারের ঐ কিশোরী মেয়েটি এই বিয়েতে অসম্মতি জানালে প্রধান শিক্ষক ও তার স্ত্রী অর্থের প্রলোভন দেখিয়ে তার পিতামাতাকে এ বিয়েতে রাজী করান।

 

কিন্তু কিশোরী ঐ মেয়েটির বয়স কম থাকায় কোন কাজীই বিবাহ রেজিষ্ট্রী করতে সম্মত না হলে অবশেষে মৌলভী দিয়েই জোরপুর্বক ধর্মীয় রীতিতে তাদের বিবাহ দেয়া হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি জানাজানি হলে ফুলছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে উভয়কেই ফুলছড়ি উপজেলা পরিষদে উপস্থিত করানো হয়। এবং পরে ৫
জুলাই বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নানের নিকট থেকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেন। একই সাথে নাবালিকা ঐ মেয়ের পিতা মাতা এবং সংশ্লিষ্ট মৌলভীকেও দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে চাঞ্চল্যকর এই ঘটনাটি টক অব দ্যা গাইবান্ধায় পরিণত হয়েছে।

Loading

error: Content is protected !!