বৌ
[শাহজাহান সিরাজ সবুজ]
বিবেক, রানা, ভোলা তিন বন্ধুতে দিচ্ছে আড্ডা,
হাসি-তামাশায় জমেছে আড্ডা বেশ।
এর-ই মাঝে রানা আফসোসের সুরে উঠলো বলে,
আমার ভাগ্যে জুটলো সেই ট্যারা একখান বৌ।
বিবেক বলল, ক্যানরে শালা?
সাইকেল পেলি, রেডিও পেলি, নগদ বিশ হাজার,
সেই লোভেতেই বাসন্তীকে করলি বিয়া,
এখন ক্যান করিস হাহুতাশ?
ভোলা এবার বলে উঠলো,
রানার বৌটা ট্যারা হলেও দেখতে মন্দ নয়।
আমার ভাগ্যে জুটছে এক কয়লা সুন্দরী।
বিবেক বলল, কিরে ভোলা তুই লাফাচ্ছিস ক্যান?
তিন ফসলী বিঘাখানেক জমি পাইলি,
দুইখান হালের বলদ পাইলি, আরো কতো কি,
সেই লোভেতেই কমলারে করলি বিয়া,
এখন ক্যান করিস হাহুতাশ?
এমন সময় সাতানের আবির্ভাব,
সাতান বলল, তোরা এসব কথা ছাড়্,
অতুল শালার বৌটা হেব্বি, হাসিটা চমৎকার।
রবিনের বৌয়ের রঙটা চাপা, কিন্তু মুখশ্রী মন্দ নয়।
সৌরভের বৌয়ের রঙটা সাদা, মুখশ্রী ভালো নয়।
রাতুল মালটা ফাইভ পাশ, শালার কপালখানি দ্যাখ,
যা একখান বৌ পেলো, গতরে কোথাও কমতি নেই।
কালুর চেহারা যাচ্ছেতাই, বৌ পেলো ডানাকাটা পরি,
একই অঙ্গে এতো রূপ, বিধাতা দিয়েছেন ঢেলে।
কালু শালার নেইকো পয়সা, পকেট ফাঁকা বারোমাস,
এই শালায় পাইলো পরি, এটা কি মেনে নেওয়া যায়?
বিবেক বলল, তোরা সাতানের কথায় দিসনে কান,
আমার কথা মন দিয়া শোনরে ভাইয়েরা শোন,
জন্ম, মৃত্যু, বিয়া বিধির লিখন, আমরা নিরুপায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
উল্লাপাড়ায় রমজানে বেড়েছে সলপের ঘোলের চাহিদা
নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশ নির্মাণের মূল সৈনিক : এমপি শাওন
এবার কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করে আলোচনায় কলেজছাত্র