উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যবিভাগের পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, আওয়ামী লীগ নেতা, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ রয়েছেন।
এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গত মার্চ মাস থেকে উল্লাপাড়ায় একদিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যার দিক দিয়ে এটাই সর্বোচ্চ। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পোরশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ পালন
মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা : মমতাজ আলী শান্ত
নিউমোনিয়ায় আক্রান্ত চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম