হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি না মেনে কুলখানি, ১০ হাজার মানুষের আয়োজন বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি না মেনে কুলখানি, ১০ হাজার মানুষের আয়োজন বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

উল্লাপাড়া প্রতিনিধিঃ ১০টি গরু জবাই করে ১০ হাজার মানুষের ভুরিভোজের আয়োজন করে ২০ হাজার টাকা জরিমানা গুনলেন আব্দুল্লাহ কাফি নামে এক বাড়ির মালিক। মৃত্যুবার্ষিকীতে স্বাস্থ্যবিধি না মেনে এ ভুরিভোজের আয়োজনের দায়ে ওই বাড়ি মালিককে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ৯ টার দিকে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউপির ধোপাকান্দি গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরে রান্না করা খাবার গ্রামের গরিব অসহায়দের মাঝে বিতরণ করে।এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়ার ইউএনও মো. আরিফুজ্জামান।

error: Content is protected !!