হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে সড়কে প্রাণ হারালো ওষুধ প্রতিনিধি

আদমদীঘিতে সড়কে প্রাণ হারালো ওষুধ প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ফজলুল রহমান (৩৮) নামের ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের
আদমদীঘির ইন্দোইল এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ফজলুল কুড়িগ্রামের নাগেশ্বরীর বিনাশবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি নওগাঁর রাণীনগরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, ফজলুল রহমান রাণীনগর থেকে মোটরসাইকেলে আদমদীঘি ফিরছিলেন। ইন্দইল এলাকায় (ঢাকা মেট্র -ট-২০-৫৮৩১) নম্বরের ঢাকাগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যান ফজলুর রহমান।
ওসি আরো জানান, আদমদীঘি বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় পুলিশ ও স্থানীয়রা
ব্যারিকেড দিয়ে ট্রাকসহ চালক সোহানকে আটক করে।

error: Content is protected !!