আওয়াজ অনলাইনঃ অবশেষে শুটিং এ ফিরলেন সাবরিনা সুইটি, গত ১লা জুলাই হতে পুবাইল একটি শুটিং স্পটে নুতন নাটক গল্পের নাম “রক্তের ভালবাসা ” পরিচালনায় মারুফ সরকার, প্রযোজনায় গোলাম ফারুক মজনু – অভিনয়ে সাবরিনা সুইটি ও আদিত্য শুভ।
সাবরিনা সুইটি বলেন, করোনা মহামারির কারণে গত চার মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়াই না। এটি আমার কাছে নতুন অভিজ্ঞতা। এখন আবারো শুটিং শুরুর সময় এসেছে। লকডাউনের সময়ে শুটিংয়ে ফেরার বিষয়ে চিন্তা করা বাদ দিয়েছিলাম।
শুটিং ইউনিটের কথা জানতে চাইলে তিনি বলেন,
শুটিং ইউনিটের কলাকুশলী শুটিং সেটে থেকে ও কাজ করছেন অনেকে । শিল্পীদের জন্যও থাকার ব্যবস্থা আছে। প্রধান গেটে জীবাণু নাশক ফুট-বাথ রাখা হয়েছে । শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রতিদিন শুটিং শুরু করা হয়। শুটিং-এর ক্রু মাস্ক ব্যবহার করছেন এবং শুটিং এর সময় একসঙ্গে সব ক্রুকে রাখা হচ্ছে না। যখন যার প্রয়োজন তাকেই রাখা হচ্ছে। নিজস্ব ক্যানটিনে খাবারের ব্যবস্থা আছে। যেখানে খাবারের মানের ওপর বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি।
সাবরিনা সুইটি আরো বলেন,এটি নুতন নাটক গল্পের নাম “রক্তের ভালবাসা ” আশা করছি, দর্শকদের ভাল লাগবে এবং ভাল লাগারমত একটি গল্প।
আরও পড়ুন
ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত
জয়পুরহাটে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত
পীরগঞ্জে বীজ ও সার বিতরণ