মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃতিসন্তান আর টিভির আমেরিকা মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের বাড়িতে ডাকাতির ৫ দিন পর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও তার এক সহযোগীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
জানা গেছে, গত ২৭ জুন রাত ২ টার দিকে সংবদ্ধ একটি ডাকাত দল বাড়ির দরজা ও জানালার গ্রীল ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের কে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও মুল্যবান জিনিষ পত্র লুট করে। এ ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এমতাবস্থায় সাংবাদিক কামরুজ্জামান হেলালের বড় ভাই হামিদুজ্জামান টিটু জীবননগর থানায় উপস্থিত হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ মামলার পাঁচদিন অতিবাহিত হওয়ার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল সহ জেলা গোয়েন্দা পুলিশ ও জিবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদাহ মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রাম থেকে মাদারীপুরের কুখ্যাত ডাকাত সর্দার খবির উদ্দীন কে আটক করেন ।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার বাথানগাছি থেকে জনি শেখ কে আটক করতে সক্ষম । এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা নগদ ১লক্ষ ৫৩ হাজার টাকা দুই ভরি স্বর্ণালংকার ১৬ ভরি রুপা ও ৫ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদেরকে আটকের পর আজ দুপুর ১২ টার দিকে জীবননগর থানায় একটি সংবাদ সম্মেলন করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান যেকোন প্রকার ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদা তৎপর।
তিনি জানান ডাকাতির এ ঘটনাটি পুলিশকে ভাবিয়ে তুলেছিল। তবে জেলা গোয়েন্দা পুলিশ ও জীবননগর থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় এবং অত্যাধুনিক প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কুখ্যাত ডাকাত সর্দার খবির ও তার সহযোগীকে আটক করতে সক্ষম হয়। তিনি জানান আটককৃত ডাকাত খবিরের বিরুদ্ধে বিরুদ্ধে আরো কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। এ মামলার তদন্তের স্বার্থে আরো চাঞ্চল্যকর তথ্য গোপন রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন
৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
জয়পুরহাটে নিকাহ রেজিস্টারদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ