হোম » প্রধান সংবাদ » সান্তাহারে দৈনিক জনকন্ঠের সাংবাদিক হারেজের মাতার ইন্তেকাল

সান্তাহারে দৈনিক জনকন্ঠের সাংবাদিক হারেজের মাতার ইন্তেকাল

গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের বাসিন্দা ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা সাংবাদিক হারেজুজামান হারেজের মাতা সামিজান বেওয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহিৃৃৃরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তার নিজ বাস ভবনে বার্ধক্যজনিক কারনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে সে ৫ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর মালশন ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য আলম খান, এম আর ইসলাম রতন, মনসুর আলী, সাগর খান, তোফায়েল হোসেন লিটন, মমতাজুর রহমান, রবিউল ইসলাম রবিন, আব্দুল মতিন, নয়ন হোসেন, আবু বক্কর সিদ্দিক দুখু, মাহমুদ হোসেন ভোলা, মিহির কুমার সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।

Loading

error: Content is protected !!