মিজানুর রহমান, পাটগ্রাম-হাতীবান্ধা প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুুইজন। বৃহস্পতিবার(০২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের স্যাকোয়া নদীতে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মৃতরা হলেন, উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম(২৬) ও একই গ্রামের জহির উদ্দিনের ছেলে রাকিব হাসান(২৪)। আহতরা হলেন, একই গ্রামের ইব্রাহিমের ছেলে বাচ্চা মিয়া(২৬) ও আছির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৩০)।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, বাড়ির পাশে স্যাকোয়া নদীতে মাছ ধরতে যান একদল গ্রামবাসী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রাকিব ও জাহেদুল মারা যান। গুরুতর আহত হন বাচ্চা মিয়া ও শফিকুল ইসলাম। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু