মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১লা জুলাই) রাতে এ সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
বরখাস্তের কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অস্বচ্ছলদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় জীবননগর উপজেলার বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস (রবি) এবং ইউপি সদস্য বৈদ্যনাথপুর গ্রামের শ্যামল মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে ঘর নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি এতদিন তদন্তাধীন ছিলো। তাদের বিরুদ্ধে নিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তবে এ বিষয়ে জানার জন্য জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু