আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষকদের আর্থিক প্রণোদনার দাবীতে নওগাঁর বদলগাছীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশান বদলগাছী শাখার আয়োজনে উপজেলা সংলগ্ন রাস্তায় ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে এজি মেমোরিয়াল স্কুলের পরিচালক ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বদলগাছী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,
বাংলাদেশ এসোসিয়েশনের বদলগাছী উপজেলা শাখার উপদেষ্ঠা উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বাংলাদেশ কিন্ডার গার্টেন নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক মন্জুর মোর্শেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাপলা কেজি স্কুলের পরিচালক মেহেদী হাসান মিল্টন, আলফা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান, আইডিয়াল কেজি স্কুলের পরিচালক রাজ সিংহ, গোবরচাপা স্কুলের পরিচালক ফারুক হোসেন প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের মাধ্যেমে নওগাঁ জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন। উক্ত মানববন্ধনে কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৩ শ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেন।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা