হোম » প্রধান সংবাদ » ৪ মাস পরে শুটিং এ ফিরছেন সাবরিনা সুইটি

৪ মাস পরে শুটিং এ ফিরছেন সাবরিনা সুইটি

আওয়াজ অনলাইনঃ দৈনিক গণমানুষের আওয়াজ কে সাবরিনা সুইটি বলেন—মহামারির কারণে গত চার মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়াই না। এটি আমার কাছে নতুন অভিজ্ঞতা। এখন আবারো শুটিং শুরুর সময় এসেছে। লকডাউনের সময়ে শুটিংয়ে ফেরার বিষয়ে চিন্তা করা বাদ দিয়েছিলাম। কারণ এটি আমার নিয়ন্ত্রণে ছিল না।

কবে নাগাদ শুটিংয়ে ফিরবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন—লকডাউনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় শুটিং বন্ধ হয়ে যায়। দৈনিক গণমানুষের আওয়াজ কে সাবরিনা সুইটি আরো বলেন,একটি নুতন নাটক গল্পের নাম “রক্তের ভালবাসা ” পরিচালনায় মারুফ সরকার, প্রযোজনায় গোলাম ফারুক মজনু,। আশা করছি, সুরক্ষা বজায় রেখে খুব শিগগির শুটিং শুরু হবে।

অল্প বয়েসি উদিয়মান এই অভিনেত্রীর সফলতা কাম্য।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!