আওয়াজ অনলাইনঃ দৈনিক গণমানুষের আওয়াজ কে সাবরিনা সুইটি বলেন—মহামারির কারণে গত চার মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়াই না। এটি আমার কাছে নতুন অভিজ্ঞতা। এখন আবারো শুটিং শুরুর সময় এসেছে। লকডাউনের সময়ে শুটিংয়ে ফেরার বিষয়ে চিন্তা করা বাদ দিয়েছিলাম। কারণ এটি আমার নিয়ন্ত্রণে ছিল না।
কবে নাগাদ শুটিংয়ে ফিরবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন—লকডাউনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় শুটিং বন্ধ হয়ে যায়। দৈনিক গণমানুষের আওয়াজ কে সাবরিনা সুইটি আরো বলেন,একটি নুতন নাটক গল্পের নাম “রক্তের ভালবাসা ” পরিচালনায় মারুফ সরকার, প্রযোজনায় গোলাম ফারুক মজনু,। আশা করছি, সুরক্ষা বজায় রেখে খুব শিগগির শুটিং শুরু হবে।
অল্প বয়েসি উদিয়মান এই অভিনেত্রীর সফলতা কাম্য।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মরজত আলী মাস্টার এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
ঠাকুরগাঁয়ে এক স্কুলেই পড়ে ২০ যমজ ভাই-বোন
কবি থেকে সুরকার হিসেবে নতুন পরিচিত এম এ হান্নান