হোম » আইন-আদালত » শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূস

আওয়াজ অনলাইন : শ্রম আইন লঙ্ঘনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে শ্রম আদালতে উপস্থিত হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার এ মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আইনজীবীসহ শেখ মেরিনা সুলতানার আদালতে আদালতে হাজির হন তিনি।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা শ্রম আইনের লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাঁদের স্থায়ী করা হয়নি।

শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

error: Content is protected !!