হোম » আইন-আদালত » জামায়াতের নিবন্ধন ও সমাবেশ নিষিদ্ধের আপিল শুনানি আজ

জামায়াতের নিবন্ধন ও সমাবেশ নিষিদ্ধের আপিল শুনানি আজ

আওয়াজ অনলাইন : জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হওয়ার কথা রয়েছে আজ। একই দিনে জামায়াতের সভা সমাবেশ নিষিদ্ধের বিষয়ে আদালত অবমাননার আবেদনের শুনানিও গ্রহণ করা হবে। 

আজ রোববার শুনানির এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ। এর আগে বেশ কবার আবেদনের শুনানি পিছিয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।

এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানির জন্যও এ দিন ধার্য করা হয়।

আবেদন দুটি করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি।

তাদের পক্ষে আবেদন দাখিল করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ রিট করেন।

Loading

error: Content is protected !!