হোম » আইন-আদালত » বগুড়ার বনানীতে দইয়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার বনানীতে দইয়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Exif_JPEG_420

রায়হানুল ইসলাম বগুড়া: বগুড়ার বনানীতে বগুড়া দই মিষ্টি ঘর ও বিসমিল্লাহ ষ্টোর দুটি দইয়ের দোকানে মূল্য তালিকা, পণ্যের গায়ে কারখানায় মূল্য তালিকা না দিয়ে দোকানে লেভেল লাগানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়া পৌর সভার সেক্রেটারি ইন্সপেক্টর শাহ্ আলম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বগুড়া পৌরসভার বণানী এলাকায় বগুড়া দই মিষ্টি ঘর ও বিসমিল্লাহ স্টোরে আরাফাত দই ভান্ডারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব মিয়া বগুড়া দুই মিষ্টি ঘরের দুই হাজার ও বিসমিল্লাহ স্টোরে আরাফাত দই ভান্ডারের ১হাজার টাকা জরিমান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় স্থানীয় পুলিশ সহযোগিতা করেন তিনি জানান।

Loading

error: Content is protected !!