হোম » আইন-আদালত » সান্তাহারে যুবকের লাশ উদ্ধার

সান্তাহারে যুবকের লাশ উদ্ধার

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজন হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউনিয়ন সান্দিড়া গ্রামের মুনিখা পুকুর পাড়ের গোরস্থানের ভিতরে এ ঘটনাটি ঘটে। মৃত সুজন হোসেন ওই গ্রামের ইউপি সদস্য ফেরদৌস হোসেনের ছেলে। এ রির্পোট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

জানা যায়, রোববার সন্ধ্যায় সুজন হোসেন প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বাহিরের উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন নানান জায়গায় খোঁজাখুঁজির পর মুনিখা পুকুরের পাড়ের গোরস্থানে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Loading

error: Content is protected !!