হোম » চাকরির খবর » চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মো: তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য মোট ৩০১ প্রার্থীদের আজ ১৬ মার্চ ২০২৪ ইং রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ  মোঃ কামরুল আহসান, , মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল  দেবাশীষ কর্মকার,  মাগুরাসহ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি পুলিশ সুপার ১এপিবিএন  মোঃ তরিকুল ইসলাম,  পুলিশ হেডকোয়ার্টার  মোঃ মাশকুর রহমান, পিপিএম, ঢাকাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
আগামী ২৩ মার্চ ২০২৪ লিখিত পরীক্ষা’র ফলাফল প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।
error: Content is protected !!