হোম » আন্তর্জাতিক » ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া

ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া

Flag of North Korea in front of a clear blue sky

আওয়াজ অনলাইন : ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশেটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ত্যাগ করেছেন। এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কোরিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। তবে দেশটি দ্রুত বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখভাল করে থাকে। আর্থিক সংকটে থাকা উত্তর কোরিয়া এই অঞ্চলের নেপাল ও বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে বেইজিং ও ঢাকার দুটি কূটনৈতিক সূত্র জানায়।

error: Content is protected !!