হোম » আন্তর্জাতিক » পাকিস্তানে বোমা হামলায় নিহত বেড়ে ৪৪

পাকিস্তানে বোমা হামলায় নিহত বেড়ে ৪৪

আওয়াজ অনলাইন: পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়িয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার এএফপিকে বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। এছাড়া ১২৩ জন আহত হয়েছে, যার মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।

পুলিশ ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরই মাঝে, হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ। এ ব্যাপারে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার বিকালে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সম্মেলনে এ বোমা হামলা হয়।

দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

error: Content is protected !!