হোম » আন্তর্জাতিক » কিন গ্যাংকে সরিয়ে ফের ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ চীনের

কিন গ্যাংকে সরিয়ে ফের ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ চীনের

আওয়াজ অনলাইন: পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কিন গ্যাংকে অব্যাহতি দিয়েছে চীন। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও দায়িত্ব পেলেন ওয়াং ই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৫ জুন বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর থেকে ৫৭ বছর বয়সী কিনকে আর জনসম্মুখে দেখা যায়নি। এরপর বেশকিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি।

এর মধ্যে কয়েকটি বৈঠক বাতিলও করা হয়েছে।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, স্বাস্থ্যগত কারণে কাজ থেকে বিরত আছেন কিন।

অন্যদিকে, দায়িত্ব ছাড়ার পর ওয়াং ই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৈদেশিক সম্পর্কবিষয়ক প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এর আগে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৬৯ বছর বয়সী ওয়াং ই।

Loading

error: Content is protected !!