হোম » আন্তর্জাতিক » মার্কিন সাবমেরিন আসার খবরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মার্কিন সাবমেরিন আসার খবরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আওয়াজ অনলাইন: পূর্ব উপকূল থেকে সমুদ্রে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি নৌবন্দরে আসার কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র দু’টি ছুড়েছে কিম প্রশাসন। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার গভীর রাতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দক্ষিণের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি “গুরুতর উস্কানি” বলে অভিহিত করেছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে পানিতে অবতরণের আগে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) পথ অতিক্রম করেছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে বলেছে, ক্ষেপণাস্ত্র দু’টি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১২ জুলাই একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং ১৯ জুলাই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ং ইয়াং। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্বেও গেলো কয়েক বছরে শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি।

Loading

error: Content is protected !!