হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বিস্তৃত হচ্ছে তীব্র তাপদাহ

যুক্তরাষ্ট্রে বিস্তৃত হচ্ছে তীব্র তাপদাহ

আওয়াজ অনলাইন: যুক্তরাষ্ট্রে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এখন মধ্য ও পূর্বাঞ্চলের দিকে বিস্তৃত হচ্ছে তীব্র তাপদাহ। অন্যদিকে আফ্রিকার দেশ আলজেরিয়ায় তাপদাহের কারণে সৃষ্ট দাবানলে অন্ততঃ ১৫ জনের মৃত্যু হয়েছে। 

মার্কিন জলবায়ু বিষয়ক পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী আরও দু’সপ্তাহ তাপদাহ অব্যাহত থাকবে। মধ্য-পশ্চিম অঞ্চল থেকে শুরু হওয়া এই তাপদাহ বুধবার নাগাদ দক্ষিণ অঞ্চল হয়ে পুর্ব দিকে বিস্তৃত হবে, পৌঁছুবে ফ্লোরিডা অঙ্গরাজ্যে।

এ অবস্থায় সতর্ক করা হয়েছে দেশটির ৫ কোটি ৬০ লাখ মানুষকে।

এর আগে রোববার নেভাদায় ৪৫ ডিগ্রি, অ্যারিজোনায় ৪৩ ও টেক্সাসে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা।

কর্তৃপক্ষ বলছে, এপ্রিল থেকে এ পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে তাপদাহের কারণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে আলজেরিয়ায়। ১৬টি প্রদেশে অন্ততঃ ৯৭টি দাবানল ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষকে।

Loading

error: Content is protected !!