হোম » আন্তর্জাতিক » সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও সংঘর্ষ অব্যাহত

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও সংঘর্ষ অব্যাহত

আওয়াজ অনলাইন: সুদানে যুদ্ধবিরতির মেয়াদ গতকাল থেকে আরও পাঁচদিন বাড়ানো হলেও দেশটির সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। 

সংবাদমাধ্যমগুলো বলছে, ওমদুরমানের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে লড়াইয়ের খবর পাওয়া গেছে। রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে নীল নদ এলাকাতেও লড়াইয়ের কথা জানা গেছে।

সুদানে লড়াইরত দুই পক্ষ আগে একাধিকবার যুদ্ধবিরতিতে রাজি হলেও তা থামেনি।

এর আগে জাতিসংঘ জানায়, সুদানের প্রায় আড়াই কোটি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন। এরই ধারাবাহিকতায় মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জেদ্দায় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে আলোচনায় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি আরও পাঁচদিন বাড়ানো হয়।

Loading

error: Content is protected !!