হোম » আন্তর্জাতিক » ইরানের ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা

ইরানের ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা

আওয়াজ অনলাইন: রাশিয়ার মিত্র দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। গতকাল সোমবার (২৯ মে) এই নিষেধাজ্ঞা পাস হয়। এক বছরের বেশি সময় ধরে চলে আসা ইউক্রেন-রাশিয়ার সংঘাতে মস্কোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে দেশটি। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাসের পরদিনই ইউক্রেনের রাজধানী কিয়েভ ব্যাপক হামলার মুখোমুখী হযেছে। সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ের হামলায় ইরানের ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনীয় পার্লামেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইউক্রেন ইরানের বিরেুদ্ধে এই জাতীয় নিষেধাজ্ঞা গ্রহণ করেছে।’

নতুন এই নিষেধাজ্ঞায় ইউক্রেন ইরানে ‘সেনা ও পুনব্যবহার্য পণ্য’ রপ্তানি বন্ধ থাকবে এবং ‘ইরানের অধিবাসীদের বাণিজ্য ও আর্থিক বাধ্যবাধকতা স্থগিত করা’ অন্তর্ভুক্ত রয়েছে।

এই নিষেধাজ্ঞা প্যাকেজের কারণে ইরানের পণ্য ইউক্রেনের মধ্য দিয়ে যেতে পারবে না। এমনকি, ইউক্রেনীয় বিমানেও আনা নেওয়া করতে পারবে না। এ ছাড়া প্যাকেজে ইরান ও ইরানের নাগরিক ব্যবসা, অর্থনীতি ও প্রযুক্তির ওপরও নিষেধাজ্ঞা থাকছে।

Loading

error: Content is protected !!