হোম » আন্তর্জাতিক » এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি

এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি

আওয়াজ অনলাইন: ফরাসি লিগে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অক্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল ফরাসি ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে খেলা জমিয়ে তুলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সফলতা পেতেও খুব বেশি দেরি করতে হয়নি তাদের। মাত্র ৬ মিনিটে দলকে লিড এনে দেন এমবাপ্পে।

এর ২ মিনিট পর মেসির এসিস্টে আবারও লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ২-০ তে এগিয়ে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে পারেননি মেসি-এমবাপ্পেরা। সেই সুযোগে ৫১ মিনিটে একটি গোল শোধ দেয় অক্সের।

আর শেষদিকে রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্তোফা গালতিয়েরের শিষ্যরা।

এ জয়ে ৩৬ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা লঁসের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে পিএসজি।

Loading

error: Content is protected !!