হোম » আন্তর্জাতিক » ভারত মহাসাগরে চীনের জাহাজ ডুবি, নিখোঁজ ৩৯

ভারত মহাসাগরে চীনের জাহাজ ডুবি, নিখোঁজ ৩৯

আওয়াজ অনলাইন: মধ্য ভারত মহাসাগরে ডুবে গেছে চীনের মাছ ধরার একটি জাহাজ। এতে চীনের ১৭, ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের ৫ নাবিক নিখোঁজ রয়েছেন।

বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, ‘এখন পর্যন্ত নিখোঁজ কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।’

সিসিটিভি আরও জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পেংলাই জিংলু ফিশারি কোম্পানির মালিকাধীন জাহাজটি বেইজিং সময় মঙ্গলবার ভোররাতের আগে (গ্রিনিচ মান সময় ১৯০০ টা) ডুবে যায়।

সম্প্রচার কেন্দ্রটি জানায়, অস্ট্রেলিয়া এবং অন্য কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চীন দুটি জাহাজ মোতায়েন করেছে।

গত দুই দশকেরও বেশি সময় ধরে চীন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিশ্বের বৃহত্তম জাহাজ বহর তৈরি করে।

Loading

error: Content is protected !!