হোম » আন্তর্জাতিক » চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান, প্রতিপক্ষ কে?

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান, প্রতিপক্ষ কে?

আওয়াজ অনলাইন: তের বছর পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান। সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিটি রাইভাল ইন্টার।

সেমিফাইনালে যেতে হলে অন্তত তিন গোলের ব্যবধানে ম্যাচ জিততে হতো এসি মিলানকে। কঠিন সমীকরণে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এসি মিলান।

গোলশূন্য ভাবেই পেরিয়ে যায় প্রথমার্ধ। বিরতির পর ফিরেই বাজিমাত করে ইন্টার। রোমোলু লুকাকুর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেস।

বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি এসি মিলান। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার এক মৌসুমে চারবার হারাল মিলানকে হারাল ইন্টার মিলান।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে হবে ইন্টার মিলানের প্রতিপক্ষ তা জানা যাবে বুধবার রাতেই। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেষ্টারের ইতেহাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত একটায়।

সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে রিয়ালের চেয়ে খানিকটা স্বস্তিতে রয়েছে ম্যানসিটি। চলতি মৌসুমে নিশ্চিত হয়ে গেছে ইপিএলের হ্যাটট্রিক শিরোপা, অন্যদিকে আছে ট্রেবল জয়ের হাতছানি।

সেই সাথে ঘরের মাঠে শেষ ২৫ ম্যাচ অপরাজিত সিটিজেনরা। বিগ ক্ল্যাশেও নাথান একের সার্ভিস নিয়ে আছে শঙ্কা।

এদিকে সিটিজেনদের বিপক্ষে শেষ চার অ্যাওয়ে ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ফিরছেন এদার মিলিতাও। বেনজেমা, রদ্রিগো আর ভিনিশিয়াস জুনিয়র সামলাবেন স্ট্রাইকিং জোন।

error: Content is protected !!