হোম » আন্তর্জাতিক » জাপানে জাহাজ ডুবে ১৮জন নিখোঁজ,উদ্ধার ৪

জাপানে জাহাজ ডুবে ১৮জন নিখোঁজ,উদ্ধার ৪

আওয়াজ অনলাইন: কিছুদিন আগেও জাপানে একটা মালবাহী জাহাজ ডুবে গেছে। তার রেশ কাটতে না কাটতেই আবারো জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।

জাহাজ থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে । বাকি ১৮ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায় নি।

কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চলছে।’ এ উদ্ধার কাজে সহায়তা করতে একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুটি জাহাজ পথে রয়েছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। তবে জাহাজটি যেখানে অবস্থান করছিল সেখানে পৌঁছানো অনেকটা কঠিন ছিল।

জাহাজটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।

জাপানের কোস্টগার্ড এই ঘটনায় বাইরের কোনো ইন্দন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছে। তবে এটা কোনো বাইরের শক্তির হাতের স্পর্শ ছাড়াই হয়েছে কোস্টগার্ডদের দাবি।

error: Content is protected !!