হোম » আন্তর্জাতিক » হাইতি কবেহাট শহরে অপরাধী চক্রের হামলায় ১২ জন নি’হত

হাইতি কবেহাট শহরে অপরাধী চক্রের হামলায় ১২ জন নি’হত

ডেস্ক রিপোর্ট: হাইতির রাজধানীর কাছের কবেরাট শহরে অপরাধী চক্রের হামলায় ১২ জন নিহত হয়েছে এবং অপরাধী চক্রটি সেখানের অনেক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। বুধবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি বলেন, কয়েকদিন আগে পুলিশ ও বাসিন্দারা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরের কবেরাট শহর থেকে অপরাধী চক্রের সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে মঙ্গলবার রাতে এ ভয়াবহ হামলা চালায়।

মেয়র এএফপি’কে বলেন, ‘আজ সকালে আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।’ অনেক শক্তিশালী ও সশস্ত্র এ অপরাধী চক্র মাসের পর মাস ধরে হাইতির কবেরাট শহর নিয়ন্ত্রণ করে আসছে। মেয়র বলেন, একটি প্রধান সড়ক বরাবর কবেরাট শহরের অবস্থান হওয়ায় বিভিন্ন হামলার কারণে দেশটির যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়।

হাইতিতে বছরের পর বছর ধরে সংকট চলায় দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জোভেনাল মোইজ নিহত হওয়ায় দেশটির সংকট আরো ঘনীভূত হয় এবং অপরাধী চক্রের বিস্তার ঘটে ও তারা হাইতির অনেক এলাকার নিয়ন্ত্রণ নেয়।

###SSS

error: Content is protected !!