হোম » আন্তর্জাতিক » ইউক্রেনের ফার্স্টলেডির ভবিষ্যদ্বাণী: যুদ্ধের কারণে সব ইউক্রেনীয়রা শক্তিশালী হয়ে উঠবে

ইউক্রেনের ফার্স্টলেডির ভবিষ্যদ্বাণী: যুদ্ধের কারণে সব ইউক্রেনীয়রা শক্তিশালী হয়ে উঠবে

ডেস্ক রিপোর্ট: বিজয় ছাড়া শান্তি আসতে পারে না বলে জানিয়েছেন, ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। আসন্ন শীতে ঠাণ্ডা এবং রুশ হামলার কারণে সৃষ্ট বিদ্যুৎ বিপর্যয় সত্ত্বেও ইউক্রেনীয়রা স্বমহিমায় টিকে থাকবে।

বিবিসির প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক লিজ ডুসেটের সঙ্গে আলাপকালে ইউক্রেনের ফার্স্টলেডি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ওলেনা জেলেনস্কা বলেন, আমরা এটি সহ্য করার জন্য প্রস্তুত। আমাদের অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেককে যুদ্ধে হত্যার শিকার হতে দেখেছি। এত ধ্বংসযজ্ঞ দেখেছি যে, বিদ্যুৎহীনতা আমাদের কাছে বড় বিপজ্জনক কিছু জিনিস নয়।

আলাপচারিতায় জেলেনস্কা স্বীকার করেছেন, কঠিন শীতের মধ্যে পথটি ভয়ঙ্কর ও দীর্ঘ হবে। ম্যারাথন দৌড়ানো এক হিসাবে সহজ, যখন আপনি জানেন কত কিলোমিটার বাকি আছে। তবে এ যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনীয়রা জানে না তাদের কতটা দৌড়াতে হবে। কখনো কখনো এটা খুব কঠিন হতে পারে। কিন্তু কিছু নতুন আবেগের জন্ম হয়েছে, যা আমাদের মনোবল ধরে রাখতে সাহায্য করে।

ইউক্রেনের ফার্স্টলেডি ভবিষ্যদ্বাণী করে বলেছেন, যুদ্ধের কারণে সব ইউক্রেনীয়রা শক্তিশালী হয়ে উঠবে।

সূত্র: বিবিসি

###SSS

error: Content is protected !!