হোম » আন্তর্জাতিক » তালেবানকে স্বীকৃতি নাকি নিষেধাজ্ঞা- ঐকমত্যে জি-৭

তালেবানকে স্বীকৃতি নাকি নিষেধাজ্ঞা- ঐকমত্যে জি-৭

আওয়াজ অনলাইন : গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। ধারণা করা হচ্ছে, আগামী ৩১ আগস্টের পর সরকার গঠনের ঘোষণা দেবে তালেবান।

এমতাবস্থায় আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭। জানা গেছে, তালেবান সরকারকে স্বীকৃতি নাকি নিষেধাজ্ঞা দেওয়া হবে সেই প্রশ্নে ঐকমত্যে পৌঁছবেন জোটভুক্ত দেশগুলো।

এই জোটের সদস্যদেশগুলো হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স। /এইচ.

error: Content is protected !!