হোম » আন্তর্জাতিক » বাইডেন জয়ের আরো কাছে

বাইডেন জয়ের আরো কাছে

আওয়াজ অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরো কাছে জো বাইডেন। পেনসিলভেনিয়া এবং নেভাডা অঙ্গরাজ্যে ভোটের ব্যবধানে ট্রাম্প থেকে আগের চেয়ে অনেক এগিয়ে আছেন। এই দুই রাজ্যের যেকোন একটিতে জিতলেই প্রেসিডেন্ট পদ নিশ্চিত হবে বাইডেনের।

অন্যদিকে হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন। এমনকি ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তাওতার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন।

এছাড়া নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় ‘জালিয়াতির’ যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চরম মতভেদ দেখা দিয়েছে।

মার্কিন নির্বাচনে এবারে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও শেষমুহূর্তে নাটকীয়ভাবে এগিয়ে যান বাইডেন। এতে করেই বাইডেনের জয়ের পথ স্পষ্ট হতে থাকে।

দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিভেনিয়া এই তিন রাজ্যেই এগিয়ে আছেন বাইডেন।

এসব রাজ্যের যেকোন একটিতে জিতলেই বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। বিবিসি, গার্ডিয়ান, সিএনএন

error: Content is protected !!