হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » ম্যারাডোনার মৃত্যুতে বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

ম্যারাডোনার মৃত্যুতে বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

আওয়াজ অনলাইন: ফুটবল মহাতারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর জন্য ৮ চিকিৎসাকর্মীকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার আদালত।

২০২০ সালে মস্তিষ্কে অস্ত্রোপচারের  ২ সপ্তাহ পর বুয়েনস আইরেসে এক ভাড়া বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় ম্যারাডোনাকে।

তখন ধারণা করা হয়েছিল হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে তার। কিন্তু ২০২১ সালে আর্জেন্টিনার ২০ মেডিকেল বিশেষজ্ঞের সমন্বয়ে ১টি প্যানেল গঠন করে বলা হয়েছিল যথাযথ চিকিৎসা ও ওষুধ পেলে বেঁচে থাকার সম্ভাবনা ছিল ম্যারডোনার।

এর এক বছর পর নিউরোসার্জন ও মনস্তত্ববিদসহ অভিযুক্ত ৮ চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয় বুয়েন্স আয়ার্সের আদালতে।

আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী এই অপরাধে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে তাদের।

Loading

error: Content is protected !!