হোম » শিরোনাম » উল্লাপাড়ায় ভাতা কার্ড দেওয়ার কথা বলে প্রতারণা, ২ জন গ্রেপ্তার

উল্লাপাড়ায় ভাতা কার্ড দেওয়ার কথা বলে প্রতারণা, ২ জন গ্রেপ্তার

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ প্রতারক কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাখুয়া গ্রাম থেকে এই গ্রামের জলিলুর রহমান এর স্ত্রী খাদিজা খাতুন (৩৬) এবং লুৎফর রহমান এর ছেলে মকলেছুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এরা সাধারণ মানুষ কে বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা দেবার কথা বলে ২ লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বাখুয়া গ্রামের রেজেদা খাতুন জানান তাকে বয়স্ক ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৭ হাজার টাকা নিয়ে কোন কার্ড করে দেয়নি খাদিজা এছাড়াও বিভিন্ন এলাকায় খাদিজা ও তাড দেবর মকলেছুর রহমান নামে আরেক প্রতারক ভাতা কার্ড করে দেবার কথা বলে ২ লক্ষাধীক টাকা নিয়েছে। ভুক্তভোগীরা কার্ড এবং টাকা ফেরত না পাওয়ায় ১৯ অক্টোবর রেজেদা খাতুন নামে এক ভুক্তভোগী উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক সুমন হাসান বলে প্রতারণা মামলায় খাদিজা খাতুন ও তার দেবর মকলেছুর রহমান কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!