হোম » শিরোনাম » রানা প্লাজার মালিক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

রানা প্লাজার মালিক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

মামুনুর রশিদঃ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন নামঞ্জুর করা সহ মামলার সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা, সম্মিলিত গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।

নাজমা আক্তার তার বক্তব্যে বলেন, ২০১৩ সনের ২৪শে এপ্রিল তারিখে সাভারের রানা প্লাজা নামক ভবন ধ্বসে সরকারী হিসেবে ১১৩৮ জন শ্রমিক প্রাণ হারান এবং আড়াই হাজার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আহত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শতাধিক শ্রমিক। সময়ের সাথে সাথে এই শ্রমিকদের দুর্ভোগ, দুর্দশা ও মানবেতর জীবনের চিত্র সকলের গোচরের আড়ালেই পরে যাচ্ছে। যাদের মধ্যে অন্ততঃ একহাজার শ্রমিক পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন। এই মর্মাহত দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বকে নাড়িয়ে দেয়। ভবন মালিক সোহেল রানা, ৫টি গার্মেন্টস মালিক ও সরকারের বিরুদ্ধে দেশব্যাপি তীব্র ক্ষোভ সৃষ্টি হলে সরকার বিভিন্ন আইনে ৩টি মামলা দায়ের করেন, যা গত ১০ বছরেও আলোর মুখ দেখেনি।

এরই মধ্যে সোহেল রানা ব্যতীত মামলার বাকি সকল আসামী জামিনে আছেন। কিছুদিন আগে সোহেল রানার জামিন মঞ্জুর হলে সমগ্র বাংলাদেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়। উচ্চ আদালতের সিদ্ধান্তে গত ৮ই মে’২৩ সোহেল রানা জামিন না পেলেও আজ ১০ই জুলাই’২৩ তার জামিন বিষয়ে আপীল বিভাগে জামিন শুনানী অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে সোহেল রানার জামিন না মঞ্জুর করার জন্য জোর দাবী জানান।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পক্ষ হতে নিম্নেলিখিত দাবীসমুহ উপস্থাপন করেন, দাবীগুলো হলো নিম্নরূপ:

১/ রানা প্লাজার মালিক সোহেল রানা সহ মামলার সকল
আসামীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
২/ শুনানীতে সোহেল রানার জামিন না মঞ্জুর করার জোরদাবি
জানান।
৩/ জামিন প্রাপ্ত অন্যান্য সকল আসামীদের জামিন বাতিল করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
৪/ রানা প্লাজা আহত শ্রমিকদের সুচিকিৎসা, কর্মসংস্থান ও
পুনর্বাসনের সুব্যবস্থা করতে হবে।
৫/ রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের সন্তানদের
লেখাপড়ার সুব্যবস্থা করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, মমতাজ বেগম কার্যকরী সভাপতি, খাদিজা আক্তার, সাধারণ সম্পাদক সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, উর্মি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ইয়াহিয়া খান, প্রচার সম্পাদক সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, হালিমা বেগম সাধারণ সম্পাদক, হোপলুন এ্যাপারেলস লিঃ সম্মিলিত শ্রমিক ইউনয়ন, লিলি বেগম, চেয়ারম্যান, আর এমজি ওর্য়াকার্স ফোরাম, জলি আক্তার, ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোঃ লিঃ সম্মিলিত শ্রমিক ইউনিয়ন, নাজমা আক্তার, সভাপতি ন্যাচারা ল ডেনিমস লিঃ সম্মিলিত শ্রমিক ইউনিয়নসহ উক্ত সমাবেশে বক্তব্য রাখেন।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সৈকত চৌধুরী, লিলি বেগম, আল আমিন, শম্পা, তাছলিমা, সোহাগ, আনিছুর রহমান, মারুফা, ইসমত জেরিন, তাসলিমা আফরোজা, ইয়াসমিন সুলতানা, ইমরান রহমান, আলি সম্প্রিতি, তমা,  কাজী তানজির, আরিফ, ইব্রাহিম, সাব্বির,মোহাম্মাদ আরমান, তোফায়েল আহম্মেদ , হাবিবুর রহমান , মোহাম্মাদ সালমান, সানজিদা পারভিন, মিরাজ উল ইসলাম , আলমগীর হোসেন, বিএম হাকিম, আলমগির হোসেন লাল, সাবানা আক্তার, আশিদ, ফরিদ সহ সম্মিলিত গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ থেকে, অবিলম্বে ১১৩৮জন শ্রমিক হত্যাকারী খুনি রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন না মঞ্জুর করা ও অন্যান্য সকল আসামীদের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

error: Content is protected !!