হোম » শিরোনাম » বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ এর দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ এর দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

শহিদ আহন্মেদ খানঃ  দক্ষিণ সুরমার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ এফ এম এর দাফন সম্পন্ন হয়েছে।

১৫ জুলাই শুক্রবার দুপুর সাড়ে বারোটায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এসময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরা, বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়ন সুবেদার কবির আহমদ, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন চৌধুরী, সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইরর্শাদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী উপসিস্থত ছিলেন।

বাদ জুমআ বলদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি কলেজ এর অধ্যক্ষ মতিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তফজ্জুল ইসলাম, জেলা বিএনপি নেতা লোকমান আহমদ, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম।

জানাযায় পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, আল হারামাইন হসপিটাল এর চেয়ারম্যান এহসানুর রহমান, ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান, দক্ষিণ সুরমা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিয়ষক সম্পাদক হাজী রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা তৈয়ুব আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এ শফি, বর্তমান কোষাধ্যক্ষ শরীফ আহমদ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কদুছ, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান, মেম্বার রাজা মিয়া, সাবেক মেম্বার আকবর আলী, আওয়ামীলীগ নেতা ইছরাব আলী, আহমদ হোসেন রেজা, বিএনপি নেতা আসাদ আহমদ, ব্যবসায়ী মাসুম আহমদ, যুবলীগ নেতা নিজামুর রহমান, বদরুল আলম তুহিন, যুবদল নেতা মকসুদুল করিম নুহেল, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, শিক্ষক আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন , মরহুমের পরিবারের সদস্য মাসুক আহমদ, আতাউর রহমান চৌধুরীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি আবু জাফর মাহিন।

উল্লেখ্য, সুবেদার মেজর (অব)আব্দুল হাফিজ ১৪ জুলাই বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিটে বলদীস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুম আব্দুল হাফিজ দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বলদী ইবতেদয়ী মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতিসহ তিনি বহু সমাজসেবা শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ এর মৃত্যুতে সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি কলেজ এর অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক অধ্যক্ষ শামছুল ইসলাম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

error: Content is protected !!