হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » এড. রনজিত সরকার উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

এড. রনজিত সরকার উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

শহিদ আহন্মেদ খানঃ  সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট রনজিত সরকারের উদ্যোগে ও লিজা চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় তাহিরপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সারাদিন বিভিন্ন গ্রামে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এডভোকেট রনজিত সরকার বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন। ভয়াবহ এই বন্যায় আক্রান্ত হয়ে যখন সুনামগঞ্জ-সিলেট মানুষ পানিবন্দী হয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ ও সিলেটে ছুটে আসেন। তিনি বন্যার্ত মানুষের পাশে আছেন। প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে তিনি সহযোগিতা করছেন। দলের সবাইকে নির্দেশ দিয়েছেন যেন বন্যার্ত কোনো মানুষ অনাহারে না থাকে। এ জন্যই শেখ হাসিনাকে বলা হয় বাংলার জননী। তিনি মানুষের দুঃখ-কষ্ট বুঝেন, বাংলার মানুষকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় হাওর জনপদের মানুষের পাশে আছেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক শাহীন রেজা আহমেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, মেহরাজ চৌধূরী, সূহিন আহমেদ চৌধূরী, লিটন আহমেদ, সৈয়দ রূহেল
সাজূ তালূকদার, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, সুজিত দাস, বাবলু দাস, দক্ষিণ বড়দল ইউনিয়ন এর যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, আশরাফুল ইসলাম রাজন,সাগর,সামী প্রমুখ। বিজ্ঞপ্তি

error: Content is protected !!