হোম » শিরোনাম » রায়গঞ্জে আলুর দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই

রায়গঞ্জে আলুর দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গত বছর অধিক দামে আলু বিক্রি করে অধিকাংশ কৃষক লাভবান হওয়ায় এবারও উপজেলার কৃষকেরা দিগুন উৎসাহ নিয়ে আলু চাষ করেছেন। কিন্তু গত বছরের চেয়ে এবার আলুর ফলন ভাল হলেও আশানরুপ দাম না পাওয়ায় দিশে হারা কৃষকেরা।

আলু চাষে খরচ বেশি হলেও বিভিন্ন হাটে মিলছে না কাঙ্খিত দাম। যারা আলু কিনে খাচ্ছেন তারা বলছেন এবার নতুন আলুর দাম কম হওয়ায় আমরা বেশ খুশি। অপরদিকে আলুর বাজারে কাঙ্খিত দাম না থাকায় উপজেলার অধিকাংশ কৃষকের মুখে নেই হাসি। বলা চলে বাজার দরে হতাশা কাজ করছে তাদের মধ্যে। উপজেলার একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, গত বছর আলু চাষিরা প্রতি কেজি আলু মাঠেই বিক্রি করে ছিলেন, ২৫- ৩০ টাকায়।

এবার সেই আলু উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে ১০- থেকে ১৫ টাকায়। যদিও উপজেলার বিভিন্ন খুচরা বাজারে ২০- ২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে হিমাগারে সংরখ্যিত পুরাতন আলু শেষ হলে নতুন আলুর দামও বৃদ্ধি পাবে বলে মনে করছেন আলু ব্যাবসায়ীরা। উপজেলার মিরের দেউলমূড়া ছয়আনী গ্রামের আলু চাষী মোঃ মেরাজুল ইসলাম বলেন, এভাবে আলুর দাম কমতে থাকলে আমাদের লোকশানের মুখে পড়তে হবে। এদিকে উপজেলার পাইকারি কয়েক ব্যাবসায়ী বলেন, বাজারে এখন পচুর পরিমানে নতুন আলু উঠছে।

এসব আলু দেশের বিভিন্ন মোকামেও যাচ্ছে। আর কিছু দিন পর আলুর দাম আবার বাড়তেও পারে।

error: Content is protected !!