হোম » শিরোনাম » বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ চলছে

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আজ (২৮ জানুয়ারি)। এফডিসিতে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একই সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয় অভিনয় শিল্পী সংঘের ভোটগ্রহণ। এবার শিল্পী সমিতি দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে বিভক্ত হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাঞ্চন-নিপুণ প্যানেলে আছেন অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, আরমান, নিরব, ইমন, কেয়া, শাকিল খান, নানা শাহ, গাংগুয়া, সীমান্ত, আফজাল শরীফ, জাদু আজাদ, পরীমনি ও জেসমিন।

অন্যদিকে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে আছেন ডিপজল, রুবেল, মৌসুমী, সুব্রত, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, জাকির, জ্যাকি আলমগীর, নাদের খান, সুচরিতা, অঞ্জনা, রোজিনা, আলীরাজ, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, আসিফ ইকবাল, ভাতিজা চুন্নু ও হাসান জাহাঙ্গীর। এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন।

এবারের নির্বাচন কাভার করার অনুমতি চেয়ে এক হাজার ১৮২ জন সাংবাদিক আবেদন করেছেন, যা আগের নির্বাচনের তুলনায় সংখ্যায় তিন গুণ।

error: Content is protected !!