হোম » শিরোনাম » শেখরনগর ইউনিয়নকে ডিজিটাল,আধুনিক,সন্ত্রাস মুক্ত ও নেশা মুক্ত করতে চান- মোঃ শাহ আলম আলমাস

শেখরনগর ইউনিয়নকে ডিজিটাল,আধুনিক,সন্ত্রাস মুক্ত ও নেশা মুক্ত করতে চান- মোঃ শাহ আলম আলমাস

চন্দন মৃধাঃ মোঃ শাহ আলম আলমাস,,পিতা শেখ জুলহাস, শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শৈশব, কিশোর জীবন কেটেছে জন্ম স্হান ঘনশ্যামপুর গ্রামে, প্রাইমারী শিক্ষা জীবন শেষ করে, রায় বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন( শেখরনগর) থেকে সুনামের সাথে এস,এস,সি পরীক্ষায় পাশ করেন,উচ্চ শিক্ষার জন্য শ্রীনগর কলেজে ভর্তি হন, সেখানেও এইচ,এস,সি তে পাশ করেন, পরে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের আওতায় ডিগ্রী পাশ করেন, পাশ করেন।

ব্যক্তিগত ও কর্মময় জীবনঃ পড়ালেখা প্রায় শেষ করে সে দেশের প্রখ্যাত চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক অংগনে পরিচ্ছন্ন পুরুষ,সাবেক রাষ্ট্রপতি,বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট,, প্রফেসার একিউএম বদরুদ্দোজা চৌধুরী স্যারের সহচার্য্যে আসেন, পরবর্তিতে ৯০/৯১ এর গনতন্ত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন, পরে বি চৌধুরী স্যারের ব্যক্তিগত সহকারী হিসাবে কর্মময় জীবন শুরু করেন, গনতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত থাকা কালিন সময় জুলুম অত্যাচার মাথায় নিয়ে আন্দোলনের সাথে নিজেকে সর্ম্পিক্ত রাখেন,, ধীরে ধীরে তিনি বি চৌধুরী স্যারের আস্হাভাজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, সেই ধারা বাহিকতায় আজো তিনি নিজেকে ধরে রাখেন।

বর্তামান রাজনৈতিক অবস্হানঃ শাহ আলম আলমাস বর্তমানে বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান উপজেলার আহবায়ক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, দিন,রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেরার মধ্যে নিজেকে, সৎ,কর্মঠ, মেধাবী,কর্মী বান্দব, হিসাবে সর্ব স্তরের মানুষের নিকট পরিচিতি লাভ করেছেন, মাননীয় এমপি জনাব মাহী বি চৌধুরী (মুন্সীগন্জ ১) যে গুরু দায়িত্ব প্রদান করেছেন তা পালন করার জন্য আপ্রান ও নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আলমাস শেখরনগর ইউনিয়নকে ডিজিটাল, অধুনিক,যুগের সাথে মিল রেখে, সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে নিজেকে সম্পিক্ত রাখার আশা ব্যক্ত করেন,, উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকাঃ শেখরনগর এস,এস,সি পরীক্ষার কেন্দ্র স্হাপনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন, শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন প্রাপ্তির জন্য বিশেষ অবদান, শেখরনগর, ঘনশ্যামপুর— আলমপুর রাস্তার পিচ ঢালাই করনের ক্ষেত্রে বিশেষ অবদান,,, তাছাড়া শেখরনগর ইউনিয়নের বিভিন্ন স্হানে রাস্তা,ব্রীজ,কালভার্ট,বিভিন্ন রাস্তা ঘাট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানর উন্নয়ন করার জন্য বিশেষ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

শেখরনগর, আলমপুর রাস্তা, শেখরনগর ফৈরপুর রাস্তা, শেখেনহর শিংগারডাক রাস্তা, ফৈনপুর,, কালসুর ইছামতি নদীর উপর ব্রীজ নির্মানের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাহা ইতি মধ্যে টিভি মিডিয়া ও মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন ,আমরা তার সু সাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

error: Content is protected !!