হোম » শিরোনাম » আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে ২০০ পরিবারে চাল বিতরণ আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামের

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে ২০০ পরিবারে চাল বিতরণ আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামের

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডে ২ শতাধিক হতদরিদ্র, গরীব, অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
তিনি গত শুক্রবার বিকেলে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এসব চাল বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। জনকল্যাণের রাজনীতিতে আত্মনিবেদিত থেকেছে বলেই সংগঠনটি জনগণের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দীর্ঘ সাফল্য-সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুদ্দিন সওদাগর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোসেন আবু, সাবেক কমিশনার খোরশেদ আলম সবুজ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাফফর আহমদ, যুবলীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, আমির মো. সাইফুদ্দিন, ওসমান গণি, সিরাজুল ইসলাম প্রমুখ।
মো.শহীদুল ইসলাম
চন্দনাইশ

Loading

error: Content is protected !!