হোম » বিনোদন » আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ৩৬ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কর্তন 

আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ৩৬ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কর্তন 

Exif_JPEG_420

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : ১১ নভেম্বর শনিবার বিকাল  ৫ টায়  আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ৩৬ বছর পদার্পণে বছর ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন ঘোষণা ও বিশেষ আয়োজন “আলোয় আলোয় আকাশ ” পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে  সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  এক মিনিট নীরবতা পালন করা হয়, এবং নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশকে উৎসর্গ করে  মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা পরিচালনায় আমরা ক’জন  শিল্পী গোষ্ঠীর শিল্পীরা  আলোয় আলোয় আকাশ এই গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন এবং সংগঠনের শিশু শিল্পীরা  ৩৬ টি প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের  শুভ সূচনা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা ক জন শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা  দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক  লালু,  বাংলাদেশ শিল্পকলা একাডেমির  নাট্যকলা বিভাগের সিনিয়র ইন্সপেক্টর ডক্টর আইরিন পারভিন লোপা,  বিট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলাা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী,  বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি  জর্জেট বুলবুল ব্যাপারী,,আমরা  ক’জন  শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অনামিকা পাল,  ঢাকা ব্যাংক হেড অফিস ঢাকা  লায়ন ওয়াজেদ আলী এফ ভি পি, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী মনিকা রানী ঘোষ ও প্রণব সান্যাল,  আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সদস্য  লায়ন অদিতি সিনহা, সুমনা ইইয়াসমিন সুমা প্রমুখ ।
৩৬ বছরের পদার্পণে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের বিগত দিনের কাজের ভূয়ষি প্রশংসা করেন। সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন বছর ব্যাপী অনুষ্ঠান মালার ঘোষনা দেন।আলোয় আলোয় আকাশ অনুষ্ঠানে সংগঠন এর শিল্পীরা মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্য  পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ ও  তাসনিম ত্রয়ি।

Loading

error: Content is protected !!